মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বাণী।
টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা এলাকায় (০১অক্টোবর)শুক্রবার বিকেলে ডা: এম.এ. গনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
এ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বাসাইল সখিপুরের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেন, শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।ওই শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সব সময় পাশে থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন। এবং বরাবরই তিনি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সর্বোচ্চ সহায়তা করে থাকেন। তিনি আরো বলেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সখিপুরে এমন মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করি।
এ অনুষ্ঠানে ডা. মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, সহ-সভাপতি রফিক ই রাসেল, সদস্য ও যাদবপুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম শরিফুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য খন্দকার কামরুল হাসান, সখিপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মুসলিমা খাতুন,হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সখিপুর উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বাবু নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান খাঁন রবিন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ এবং ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকমন্ডলীগন বক্তব্য রাখেন।