মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার,দৈনিক বিজয়ের বাণী:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের সখপুরেও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে শারদীয় দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন অঞ্চলে ৪২টি মন্দিরে পূজা উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার (১১অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার প্রথম পর্ব। শুক্রবার (১৫ অক্টোবর) শুভ বিজয়া দশমী, দেবী দুর্গার বিদায়ের মধ্যদিয়ে পূজা উদযাপনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ।
ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দেবী দুর্গার প্রতিমা তৈরি,রং করা সহ যাবতীয় কারুকার্য। শেষ মুহুর্তে চলছে পূজা মন্ডপে দর্শনার্থীদের প্রবেশ পথে দেবী দুর্গার শুভেচ্ছা তোরণ, মঞ্চের দৃষ্টিনন্দন আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কার্যক্রম। অন্যান্য বছরের তুলনায় এবার জাঁকজমকতার ক্ষেত্রে দূর্গা পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পরিলক্ষিত হয়েছে এক ভিন্ন আমেজ।
পূজা উদযাপন পরিষদের সূত্রমতে,সখিপুর উপজেলার পৌর শহরে অবস্থিত সার্বজনীন কেন্দ্রীয় মন্দির সহ পূজা মন্ডপ রয়েছে ৩টি, এছাড়া কাকড়াজান ইউনিয়নে ৩টি, কালিয়া ইউনিয়নে৩টি, বহেড়াতৈল ইউনিয়নে ৩টি, দারিয়াপুর ইউনিয়নে ৩টি, যাদবপুর ইউনিয়নে ৭টি, বহুরিয়া ইউনিয়নে ৪টি, হাতিবান্ধা ইউনিয়নে১৬টি সহ মোট ৪২টি সার্বজনীন পূজা মন্ডপে এই দুর্গা পূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অমল চন্দ্র সরকার।
এছাড়াও সখিপুর উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য এবং তক্তারচালা কামারপাড়া জয়দুর্গা মন্দিরের সভাপতি প্রশান্ত কুমার সরকার বলেন,অন্যান্য বছরের তুলনায় এবারের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনেকটা উৎসবমুখর পরিবেশেই উদযাপিত হচ্ছে এবং শেষ পর্যন্ত সুন্দর ভাবেই হবে বলে আশা করছি।
জানতে চাইলে সখিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অখিল প্রিয় সরকার বলেন, পূজা উদযাপনের যাবতীয় কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, তেমন কোন সমস্যা বা পূজা প্রতিপালনে কোথাও কোন প্রতিবন্ধকতা আপাতত নেই, সখিপুর থানা পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা ও নজরদারিও রয়েছে। তাছাড়া আমরাও বিচক্ষণতার সাথে আমাদের দায়িত্ব পালন করছি।আশা করছি একটি আনন্দঘন পরিবেশে বরাবরের মতই আমাদের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবো।
এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পূজা মণ্ডপে সখিপুর থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে। সুশৃংখল পরিবেশ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দুর্গাপূজার শেষ পর্যন্ত সখিপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।