মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বাণী।
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জামিয়াতুল মােদার্রেছীন'র একটি নতুন কমিটি গঠনতন্ত্রের নিয়মবহির্ভূত ভাবে অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমিয়াতুল মােদার্রেছীন সখিপুর শাখার একাংশ।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল এগারোটায় সখীপুর থানা সদর দাখিল মাদরাসার নিজস্ব কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, বাংলাদেশ জামিয়াতুল মােদার্রেছীন'র গঠনতন্ত্র অনুযায়ী এখনো আমিই সখীপুর উপজেলা শাখার বৈধ সভাপতি বলে দাবী করেন সখীপুর থানা সদর দাখিল মাদরাসার সুপার, মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জামিয়াতুল মােদার্রেছীন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাহারতা দাখিল মাদরাসার সহ: শিক্ষক মো. মোশারফ হোসেন, কামালিয়া চালার সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. ফজলুল হক, বেড়বাড়ী দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ কামরুজ্জামান, চাকদহ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো.হোসেন আলী, চদলবাইদ দাখিল মাদরাসার সুপার মো. আ. জব্বার, মামুদনগর দাখিল মাদরাসার সুপার, শহিদুল ইসলাম, শাপলাপাড়া দাখিল মাদরাসার সুপার মো. সিরাজুল ইসলাম, নামদারপুর ফাযিল মাদরাসার সহ মৌলভী মো. আবদুস ছবুর কচুয়া ওয়াহেদিয়া দাখিল মাদরাসার সহ. শিক্ষক মো. আমির হোসেন, মামুদনগর দাখিল মাদরাসার সহসুপার মো. আব্বাস আলী, সখীপুর থানা সদর দাখিল মাদরাসার সহসুপার মো. শামছুল হক, সহ: শিক্ষক মো. হুমায়ুন কবির, মো. শরিফুল ইসলাম।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে গত ২৯/০৮/২০২১ খ্রি. তারিখে বাংলাদেশ জমিয়াতুল মােদার্রেছীন সখিপুর উপজেলা শাখা নামে একটি কমিটি প্রকাশ পেয়েছে।
যা গঠনতন্ত্ৰের সম্পূর্ণ পরিপন্থী এবং অবৈধ। কতিপয় সুবিধা ভােগী,স্বার্থবাদী এবং অল্পসংখ্যক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিরা
তাদের স্বার্থ হাসিলের জন্য এবং জমিয়াতের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য দীর্ঘ দিন ধরেই পায়তারা করে আসছে।
আমি মােঃ সাইফুল ইসলাম সভাপতি ও মােঃ মােশারফ হােসেন সাধারণ সম্পাদক যৌথ ভাবে আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তাদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি। গঠন তন্ত্রের ধারা ৪(খ) অনুযায়ী কেন্দ্র ও সকল শাখার মেয়াদ হবে ৫ (পাঁচ) বছর। আমাদের সখিপুর উপজেলা শাখা জমিয়াতকে জেলা জমিয়াত অনুমােদন দেন ২৫/৫/২০১৯ খ্রি. উল্লেখ্য থাকে যে ০১/০৯/২০২১ খ্রি. তারিখে প্রায় সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান ও কার্য নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে জমিয়াতের কার্যক্রম সচল ও বেগবান রাখার জন্য একটি মিটিং আহ্বান করা হয়। ওই মিটিংএ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, সকল প্রকার গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক নেতারা এসময় আরো বলেন, আমাদের অনুমোদন দেওয়া কমিটি বাতিল নাকরে বা আমাদের কোনো নোটিশ না দিয়েই জেলা কমিটি নতুন কমিটি অনুমোদন দিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এবং সংবিধান পরিপন্থী। সংবাদ সম্মেলনে একাধিক শিক্ষক নতুন এ কমিটিতে তাদের অবগত না করেই বিভিন্ন পদে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন। সাংগঠনিক কোন রকম সমস্যা থাকলে বা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই তা গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে। সাংগঠনের বৃহত্তম স্বার্থে ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে আমাদের কোনো আপত্তি থাকবেনা বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সখিপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আমিনুল ইসলাম হাবিব, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য মোঃ আব্দুল লতিফ, মির্জা সাইদুল ইসলাম সাঈদ, মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।