সজীব কেমিক্যাল রেমি কোম্পানির Annual Conference 2021 ফুটবল এবং ক্রিকেট খেলায় দুটোই সাউথ বেঙ্গল এর জয়
তানজিদ মাহমুদ ইলিয়াছ
চকরিয়া প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এই বছর ও অনুষ্ঠিত হয়েছে সজীব কেমিক্যাল রেমি কসমেটিকস এর মিলন মেলা ২০২১। গতকাল রাজধানী হেড অফিস থেকে যাত্রা করে নারায়ণগঞ্জ নিউ সিটি ঢাকা ইন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সকল জেলা উপজেলা ও বিভাগের বিক্রয় কর্মী, সেলস ম্যানেজার, জোনাল ম্যানেজার সহ উক্ত কোম্পানির অফিসার এম.ডি, সি.উ, উত্তর এবং দক্ষিণ বেঙ্গল এর সেলস ম্যানেজার এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠান পরিচালিত হয় প্রথম পর্বে আলোচনা সভা ও সেলস পুষ্কর বিতর করা হয় এবং বিকেলে খেলাধুলা ও লাকি কুপন অনুষ্ঠিত হয়
খেলাধুলায় ফুটবল এবং ক্রিকেট দুটিতে সাউথ বেঙ্গল চট্টগ্রাম বিজয় হয়েছে
চট্টগ্রাম গ্রুপ লিড়ার জোনাল ম্যানেজার আব্বাসউদ্দীন এর নেতৃত্ব পরিচালনা হয় দুটি দল একটি ফুটবল আরেকটি ক্রিকেট ফুটবল খেলায় নাথ বেঙ্গল থেকে ১-৩ গোলে জয় লাভ করে সাউথ বেঙ্গল
এবং ক্রিকেট খেলায় ১২৩/২ ১৭ ওভারে জয় লাভ করে সাউথ বেঙ্গল উক্ত খেলায় ফুটবল এবং ক্রিকেট দুটো তে ম্যান অব দ্যা ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে পুষ্কর লাভ করে দৈনিক বিজয়ের বানীর সাংবাদিক তানজিদ মাহমুদ ইলিয়াছ
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে বিজয়ী পুরষ্কার তুলে দেন অফিসাররা
Leave a Reply