সফলতার এক যুগ পেরিয়ে কুবি বিএনসিসি প্লাটুন
অনন মজুমদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুন ২৯ এপ্রিল বৃহস্পতিবার পালন করেছে তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ।
এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে তারা প্রায় অর্ধশত অসহায় মানুষদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করে। যার মাঝে ছিলো এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় মুড়ি, ছোলা, খেজুর, ডাল, চিনি ও আলু। এ ছাড়াও করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগতদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করেন।
বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মাহমুদুল হাসানের সার্বিক দিক নির্দেশনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আশরাফুল ইসলাম, এক্স-ক্যাডেট কর্পোরাল আব্দুল মোমিন, রাসেল আহমেদ সহ আরও অনেকে।
এছাড়াও বিকেল ৩ টায় বর্তমান এবং সাবেক ক্যাডেটদের নিয়ে এক ভার্চুয়াল জুম মিটিং এর আয়োজন করা হয়।
কুবি বিএনসিসি প্লাটুনের সিইউও মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং ক্যাডেট কর্পোরাল ইশতিয়াক আহমেদ এর সঞ্চালনায় উক্ত জুম মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পুরুষ প্লাটুনের প্লাটুন কমান্ডার ২/লে: ( বিএনসিসিও) ড. মো. শামিমুল ইসলাম এবং মহিলা প্লাটুনের প্লাটুন কমান্ডার মোছা: শামসুজ্জামান।
উপস্থিত ছিলেন এক্স- ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি এবং সাবেক সিইউও শান্ত চক্রবর্তী, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, সাবেক সিইউও নাজমুল হাসান, সোহান শেখ, তন্ময় কুমার সরকারসহ বর্তমান এবং সাবেক ক্যাডেটগণ।
প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিএনসিসি প্লাটুনের সিইউও মাহমুদুল হাসান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আজ সফলতার ১২ তম বর্ষ পেরিয়ে ১৩ তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। সফলতার এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিএনসিসি পরিবারের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশাকরি অদূর ভবিষ্যতে বিএনসিসি কুবি প্লাটুনের চৌকস ক্যাডেটদের সুযোগ্য নেতৃত্ব দ্বারা কুবি বিএনসিসি প্লাটুন আরো অনেক দূর এগিয়ে যাবে।’
Leave a Reply