মোঃ পারভেজ হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব পীরগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মাহাবুবুর রহমান বুলু ও সাধারণ সম্পাদক পদে জয়যাত্রা টেলিভিশন ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
রবিবার দুপুরে প্রেস ক্লাব হলরুমে দ্বি-বার্ষিক বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম (দৈনিক উত্তরবঙ্গ) আনোয়ার হোসেন (দৈনিক মুক্ত খবর), সুকুমার রায় (সম্পাদক ও প্রকাশক বিডি নিউজ বাংলা ২৪.কম), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ(দৈনিক বাংলাদেশ সমাচার), মহিদুল ইসলাম (আমাদের নতুন সময়), অর্থ সম্পাদক নাফিউল ইসলাম এলিন (দৈনিক আজকের সংবাদ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জীবন (দৈনিক মাতৃজগত), ক্রীড়া সম্পাদক আইনুল হক (দৈনিক প্রথম বাংলাদেশ),প্রচার সম্পাদক পারভেজ হাসান(দৈনিক মুক্তি) নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ (সম্পাদক প্রকাশক এসবি নিউজ ২৪.কম ), বকুল চন্দ্র রায় (বিডি নিউজ বাংলা ২৪.কম), জাহাঙ্গীর আলম (দৈনিক আলোকিত সময়),লুৎফর রহমান (দৈনিক আমাদের প্রতিদিন )।
সাধারণ সদস্যরা হলেন,আনোয়ার হোসেন জীবন(নয়া দিগন্ত ও নিউজ টুডে), ইমদাদুল হক(দৈনিক আলোকিত আমার দেশ),মেহেদী হাসান (নেট টিভি ২৪.কম),জসিম উদ্দিন ইতি(দৈনিক খোলা কাগজ),সফিকুল ইসলাম শিল্পী(কালের কণ্ঠ),আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়), সোহেল রানা (সাপ্তাহিক চলমান দেশ)।
এই নির্বাচিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।