সময় টিভির ব্যুরো প্রধান রতন সরকারকে রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।
শরিফা বেগম শিউলী
রংপুর ব্যুরো প্রধান
রংপুরে সময় টেলিভিশনের ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকারকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এম.এস.এফ) এর রংপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসাবে মনোনীত করায়, ৩০শে মার্চ মঙ্গলবার দুপুর ২টায় সময় টেলিভিশনের রংপুর ব্যুরো অফিসে তাকে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর উপস্থিতরত সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রতন সরকার বলেন, আগামীতে রংপুরে কর্মরত নীতিবান সংবাদকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মহান পেশায় কাজ করতে চাই এবং সকলকে সৎ মানসিকতা নিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান করে তিনি আরো বলেন রংপুরের গণমাধ্যমকর্মী ছোট বড় যে কেউ কোথাও নির্যাতনের শিকার হলে আমি রতন সরকার আরো সাংবাদিকদের সাথে নিয়ে প্রতিবাদ করবো।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি ও রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা শরিফা বেগম শিউলী, দপ্তর সম্পাদক সুমন ইসলাম, প্রচার সম্পাদক সিয়াম হোসেন , রবিন চৌধুরি রাসেল, আপেল মাহামুদ ও সাকিব উদ্দিনসহ অন্যান্য সংবাদ কর্মীরা।##
Leave a Reply