সম্পত্তির লোভে আপন চাচাকে হত্যার চেষ্টায় চাচাতো ভাই বাঁধা দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর জখম
নিজস্ব প্রতিবেদন
কক্সবাজার জেলায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড মধ্যম পহর চাঁদা এই ঘটনা টা ঘটে।
জানা গেছে মদ পান করে জুবায়ের ইসলাম মুন্না (৪০) নামের এক যুবক আপন চাচা (৪৮) কে গত ২৮ এর রমজান তাহার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জায়গা সম্পত্তি কথা তুলে চাচাকে আঘাত করতে চাইলে চাচাতো ভাই বাপ্পি (২০) বাধা দেয় । সুবিধা করতে না পেরে ঘাতক পালিয়ে যায় পরবর্তী রাতে যখন চাচাতো ভাই বাপ্পি বাড়ি ফিরছিলো আনুমানিক রাত ১০:৩০ এর দিকে রাস্তা আটকিয়ে ঘাতক (মুন্না) হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চাচাতো ভাই (বাপ্পি) কে। গুরুতর আশংকা জনক অবস্থায় ভিকটিম কে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা গেছে বাপ্পির পরিবারের সাথে পুরনো শত্রুতা ছিলো ঘাতক মুন্নার। গেল কয়েক বছর আগে ও বাপ্পির পরিবারের সাথে এমন এমন ঘটনা ঘটিয়েছিলেন ঘাতক উক্ত ঘটনা থেকে মুন্নার বিরুদ্ধে চকরিয়া থানায় একটা ডায়েরি করে রাখছিলেন বাপ্পির পরিবার
এই ঘটনায়
ভিকটিম (বাপ্পির) পরিবার থেকে ঘাতক (মুন্নার) বিরুদ্ধে চকরিয়া থানায় একটা মামলার এজাহার নথি করা হয়েছে।
Leave a Reply