সম্পাদকীয়তার অপকর্ম ধামাচাপা দিতে বেপরোয়া ক্রাইম সিলেট’র সম্পাদক আবুল হোসেন।
এম এ রহিম সিলেট বিশেষ প্রতিনিধি:
ক্রাইম সিলেট নামক একটি নিউজ পোর্টালের সম্পাদক আবুল হোসেন দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন উপজেলার মানুষের নামে বিভিন্ন রকম ভুয়া নিউজ তৈরি করেন, এবং তাদের বিভিন্ন করম হুমকিহাম দিয়ে অবৈধ টাকা হাতিয়ে নেন।কখনো ভুয়া নিউজ করে প্রতিপক্ষ কে ফোন দিয়ে তার তৈরিকৃত নিউজের রফাদফা করেন এবং টাকা হাতিয়ে নিয়ে নিউজ ডিলেট করে দেন।
সম্পাদক আবুল কে নিয়ে গতকাল প্রায় ১৫টা নিউজ পোর্টালে তার অপকর্ম এবং অমানবিক কার্যক্রম তুলে ধরেছে গোয়াইনঘাট উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ এবং স্হানীয় সাংবাদিকরা।
তিনি কিছুদিন আগে গোয়াইনঘাট উপজেলার ভাইস চেয়ারম্যানের নামে মিথ্যা নিউজ করেছিলেন এবং এর দ্বারা বড় অংকের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন,
কিন্তুু স্হানীয় জনতা এবং ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে কঠোর নিন্দা জানালে তিনি তার ওয়েবসাইট থেকে নিউজটি সরিয়ে রাখেন।
এর কিছুদিন আগে গোয়াইনঘাটের আরেক আওয়ামী যুবলীগ নেতার নামে ভুয়া নিউজ করেন প্রতিপক্ষ মানসম্মানের কথা চিন্তা করে তার সাথে ৫০০০টাকার আর্থিক রফাদফা করলে সম্পাদক আবুল তার সাংবাদিকতার কলমটি উল্টিয়ে একই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন এবং আগের করা নিউজটি সরিয়ে ফেলেন।
তার বিরুদ্ধে উপরউল্লেখিত অপরাধে এরকম আরো অপরাধ রয়েছে জাফলং সীমান্তবর্তী এলাকায়ও।
এইসব অপকর্ম তুলে ধরতে সক্ষম হয়েছে গোয়াইনঘাট উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা নিউজের ধামাচাপা চেয়ার জন্য আবুল হোসেন বেপরোয়া হয়ে উঠেছেন, তিনি বিভিন্ন ভাবে গোয়াইনঘাটের সাংবাদিকদের হুমকিহামকি দিচ্ছেন এবং মানহানির মামলার ভয়ও দেখাচ্ছন।
তার নামে যে সমস্ত পত্রিকায় নিউজ করা হয়েছে তিনি ঐ সমস্ত পত্রিকা/পোর্টালের সম্পাদকদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছে দুইটা মোবাইল নাম্মার দিয়ে ০১৭২৫১৬৭৫০৩/০১৭১১৭০৭২৩২/ নিউজ ডিলেট করার জন্য এবং আর্থিক প্রলোভনও দেখাচ্ছন বলে প্রকাশ করেছেন অনেকেই।
তার এই ভাড়াবাড়ি এবং সাংবাদিকতার নামে অবৈধ ভাবে অর্থ আদায় করা কোন ভাবেই সাংবাদিক পেশার সীমাবদ্ধতা নয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ এবং স্হানীয় সচেতন মহল।
তার বিরুদ্ধ প্রকাশিত নিউজে একাধিক ভুক্তভোগীরা কমেন্টের মাধ্যমে সাড়া দিয়েছেন, সবাই সুন্দর শান্তিময় জাতির দর্পণ হিসেবে উক্ত উপজেলার সাংবাদিকদের দেখতে চায়, এবং তার বিরুদ্ধ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন গোয়াইনঘাটের সচেতন মহল।
Leave a Reply