সাংবাদিকরা তথ্য চুরি করে না- মোংলায় মানববন্ধনে বক্তারা
বাগেরহাট প্রতিনিধিঃ
প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তার উপর নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারিদের গ্রেফতার এবং বিচারের দাবীতে ১৯ মে বুধবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে মোংলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সময় টিভি’র মাহমুদ হাসান, গাজী টিভির মনিরুল আহসান দুলু, ইনডিপেনডেন্ট টিভি’র মোঃ জাহিদ হোসেন, প্রথম আলো বন্ধু সভার সভাপতি ধীমান মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক প্রদীপ মহলদার, সাংবাদিক নেতা ইকরাম হোসেন, শফিকুল ইসলাম শান্ত, মোঃ মনির হোসেন, রেজা মাসুদ, আলী আজম, বায়েজিদ হোসেন, শেখ রাসেল, ওয়াসিম আরমান, খোকন, শেখ রাফসান রানা প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন সাংবাদিকতা কোন অপরাধ না। সাংবাদিকরা তথ্য চুরি করে না বরং তারা জনগণের অর্থ যারা চুরি করে তাদের বিষয়ে তথ্য প্রকাশ করে জনগণকে অবহিত করে। বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করে তার উপর নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারিকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এছাড়া বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলেরও দাবী জানান।