গোলাম কিবরিয়া বরগুনা :
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যা ও মুল হত্যাকারীসহ জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বামনা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
আজ ১৭ জুন(শনিবার) সকাল ১০টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তব্যদেন, বামনা প্রেসক্লাব সভাপতি নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সাবেক সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি গোলাম কিবরিয়া, সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি নির্র্ঝর কান্তি বিশ^াস, সাংবাদিক মনোতোষ হাওলাদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনি দিন সাংবাদিকদের ওপর অহরহ হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সাথে যতবড় প্রভাবশালীরাই জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বর্বরোচিত ঘটনার বিচার না হলে আমরা সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
উল্লেখ্য গত ১৪ জুন রাতে ওই সাংবাদিককে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকাদিয়ে বাড়ীতে যাওয়ার পথে ১০-১২ জন সন্ত্রাসীরা হামলা করেন। গত ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।