সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত ও আটকের প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন।
শেখর মজুমদার
পিরোজপুর প্রতিনিধি।
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে তথ্য সংগ্রহের সময় নির্যাতন ও মিথ্যে মামলায় আটকের প্রতিবাদে পিরোজপুরের স্বরূপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় নেছারাবাদ উপজেলা বাসস্ট্যান্ডের সম্মুখ সড়কে স্বরূপকাঠি প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে শেষে প্রেসক্লাব সভাপতি, সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সেলিম আকন, যুগান্তর প্রতিনিধি মো. কাওসার তালুকদার, ইত্তেফাক প্রতিনিধি হালিমুুর রহমান শাহিন, কালেরকণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু, নিউজ টুডে প্রতিনিধি আসাদুজ্জামান ও ৭১ বাংলা টিভির প্রতিনিধি তুহিন আহসান প্রমুখ, উপস্থিত ছিলেন নয়া দিগন্ত প্রতিনিধি আতিকুল ইসলাম লিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজ প্রতিনিধি এ কে আজাদ, ইনকিলাব প্রতিনিধি হাবিবুল্লাহ, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আনোয়ার হোসেন, ভোরের ডাক প্রতিনিধি রুহুল আমিন, সংবাদ প্রতিনিধি ধীরেন হালদার, আমাদের অর্থনীতি প্রতিনিধি আমিন মোল্লা রূহুল,ভোরের দর্পণ প্রতিনিধি এস আর রাজু, সংবাদ দিগন্ত প্রতিনিধি জাহিদ হোসেন, আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান, মতবাদ প্রতিনিধি অপু মাসুদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। একই সাথে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে বলে হুসিয়ারী দেয়া হয়।