সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাব এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, সাজানো মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূরল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শাহ্ আলম মন্ডল, কার্যনির্বাহী সদস্য ড. এনামুল হক, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, মাই টিভি প্রতিনিধি কামরুজ্জামান ও সাংবাদিক ফরিদ হোসেন। এসময় বিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সহ অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা, অনতিলম্বে সংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সেই সাথে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা বিরোধী আইনের ধারাগুলো বাতিল চেয়েছেন।