সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন।
স্টাফ রিপোর্টার:
সচিবালয়ের কক্ষে আটকে অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিক সাংবাদিক রোজিনা ইসলামের উপর বর্বরোচিত হামলা, হেনেস্তা, গ্রেপ্তার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে কুয়াকাটা চৌরান্তায় এ পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মিজানুর রহমান বুলেট, অনন্ত মুখার্জী প্রমুখ।
মানববন্ধনে গণমাধ্যম কর্মী ছাড়াও কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মোঃ রাসেল
২০.০৫.২০২১
০১৭১৬-৩৮১০২৯।