সাংবাদিক শাহজাহান আলী ভুলুর উপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
গত ১৬ মে গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সাংবাদিক শাহজাহান আলী ভুলুর উপর নেক্কার জনক ভাবে হামলা করে সাংবাদিক শাহজাহান আলী ভুলুকে গুরুতর আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের চৌমাথা মোড় আজ ১৭ মে সোমবার সকাল ১১ টায় পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট কল্যাণ ট্রাস্ট ও গাইবান্ধা প্রেসক্লাবের সহ সভাপতি নুরুজ্জামান প্রধান,বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব আব্দুল মোমিন আনসারী,পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম,সাইদুর রহমান প্রধান,ফেরদাউস মিয়া,মুশফিকুর রহমান মিল্টন,সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,আশরাফুজ্জামান সরকার,নুর মহব্বত,সিরাজুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রুবেল,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান সবুজ,ক্রীড়া সম্পাদক মতিউর রহমান লাভলু, কার্যকারি সদস্য শাহআলম সরকার,শহিদুল ইসলাম,সরকার লুৎফর রহমান, আমিরুল ইসলাম কবির,মিজানুর রহমান মিলন মন্ডল,সাবিনা ইয়াসমিন তিথিসহ অন্যান্যরা।
এসময় বক্তারা সাংবাদিক শাহজাহান আলী ভুলুর উপর নেক্কার জনক হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে কিছু সময়ে জন্য পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, সাংবাদিক শাহজাহান আলী ভুলু পলাশবাড়ী পৌর এলাকার হরিণবাড়ী গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে । সে জাতীয় দৈনিক বিজনেস ফাইল পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সদস্য।