জিএম তারেক মনোয়ার সাতক্ষীরা জেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের হস্পট জেলা হিসেবে পরিচিত সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৯ জন।
পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।
এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। শনিবার (১০জুলাই) থেকে রবিবার (১১জুলাই)পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮৬টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ৫ জন। জেলায় মোট ২৮৬ টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ।
Leave a Reply