জিএম তারেক মনোয়ার
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা সাতক্ষীরায় দিন দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল। রবিবার (১১জুলাই২০২১) থেকে সোমবার (১২জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪২৪ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাট গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রওশন আলী (৫৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুরুজ্জামান (৬০). তালা উপজেলার আটরাই গ্রামের মৃত বসির আলীর ছেলে ইজাহার আলী (৭৫), সদর উপজেলার বাঁকাল গ্রামের মইজুদ্দীনের স্ত্রী মর্জিনা খাতুন(৭০) ও শহরের ইটাগাছা এলাকার মৃত মোস্তাফা আলীর স্ত্রী আজমিরা খাতুন (৬৫)। এছাড়া করোনা অক্রান্ত হয়ে মারা গেছে খুলনার পাইকগাছা এলাকার মৃত আলবাদী খানের স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।
অপরদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় ৫৫৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৯৮ শতাংশ। ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে মারা গেছে আরো ৫ জন। জেলায় মোট ৫৫৩ টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।