শেখ খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার :-
সাতক্ষীরা তালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউনিয়নে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ৫ জন, স্বতন্ত্র প্রার্থী ৫ জন ও ওয়ার্কার্স পাটির ১ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যান হলেন, ধানদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান) মোঃ জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের (বর্তমান চেয়ারম্যান)কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ শেখ আব্দুল হাই , তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এসএম আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়নে আওয়ামী লীগের (বর্তমান চেয়ারম্যান) সরদার জাকির হোসেন, ইসলামকাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সমর্থিত) অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগের গনেশ দেবনাথ, খলিষখালী ইউনিয়নে ওয়ার্কার্স পাটির মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউনিয়নে স্বতন্ত্র( আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) মোঃ কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান) এম মফিদুল হক লিটু এবং খলিলনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রভাষক প্রণব ঘোষ বাবলু নির্বচিত হয়েছেন।
উল্লেখ্য ,উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩জন প্রার্থী অংশগ্রহন করেন। ইউপি নির্বাচনে ১১ টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে এবার প্রথম ইলেকটোরাল (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ৩টি হলো তালা সদর ইউনিয়ন, খলিলনগর ইউনিয়ন, তেঁতুলিয়া ইউনিয়ন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল থেকে বৃষ্টির উপেক্ষা করে লাইনে দাড়িয়ে শান্তি পূর্ণভাবে ভাবে ভোট দেন ভোটাররা । ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়।