সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মুন্দির পরিদর্শনে র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন/ নিরাপত্তায় জিরো টলারেন্সন জারি
মো:আবু সাঈদ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সাতক্ষীরা জেলার শ্যামনগরে ঐতিহাসিক যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে আসছেন। তার আগমনকে সুন্দর ও সার্থক করতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সোমবার বেলা ১১টায় র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুলাহ আল মামুন এর বহনকৃত হেলিকপ্টারটি উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে অবতরণ করে। তিনি বাংলাদেশ সরকারের সকল প্রশাসনিক বাহিনীদের নিয়ে ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠ, হেলিকপ্টার নামার স্থান, সংযোগ সড়ক, হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তা সংস্কার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ বজায় রাখা, মন্দির সংলগ্ন চত্বর সহ বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং রাস্তা, মন্দির ও পার্শ্ববর্তী এলাকার নিñিদ্র নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন বাহিনীকে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেন এবং নরেন্দ্র মোদির আগমন ও পুজা প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। নরেন্দ্র মোদির নিরাপত্তা ও পূজা উপলক্ষে বিভিন্ন বাহিনীর পরিকল্পনা দেখেন এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মিডিয়া কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে স্মরণীয় রাখতে এবং বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে বাংলাদেশ সরকারের সকল বাহিনী প্রস্তুত আছে। নিরাপত্তায় জিরো টলারেন্স অবলম্বন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, যদি কেউ এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন র্যাব এর এডিজি কর্নেল তোফায়েল, পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, খুলনা র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ জিএম শুকুর আলী সহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ।