জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো। গত ২০২০ সালের ১৮ এপ্রিল দেশের ৬২তম জেলা হিসেবে সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ৪৫৬তম দিনে জেলায় শনাক্ত পাঁচ হাজার অতিক্রম করলো।
এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫ হাজার ১৩ জন । এ সময়ে জেলায় সর্বমোট ১৯ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে জেলায় শনাক্তকৃত পাঁচ হাজার রোগীর মধ্যে ৩ হাজার ৩৯৫ জনই গত ১ জুন ২০২১ তারিখ থেকে শনাক্ত হয়। এরপূর্বে ২০২০ সালের ১৮ এপ্রিল থেকে এ বছর ৩১ মে পর্যন্ত জেলায় শনাক্ত হয় ১ হাজার ৬১৮ জন।
এদিকে জেলায় সোমবার(১৯জুলাই২০২১) সকালে সরকারী বেসরকারী হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন করোনা রোগী ছিল ১ হাজার ২৫৩ জন। এরমধ্যে সরকারী হাসপাতালে ২৮ জন এবং বেসরকারীতে ৮ জন ছাড়া বাড়িতে ছিল ১ হাজার ২১৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয় ৮৭ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫৯ শতাংশ।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন করোনা পজিটিভ। অন্যরা সকলেই উপসর্গে চিকিৎসা নিচ্ছিলেন। জেলায় করোনা পজিটিভ মোট মৃত্যু ৮২ জন এবং উপসর্গে ৪৭৫ জন।