জিএম তারেক মনোয়ার সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সারাদেশে ব্যাপি যখন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল।ঠিক তখনই প্রাণঘাতী করোনা কেঁড়ে নিল সাতক্ষীরার নবীণ সাংবাদিক সদরুল কাদির শাওনের প্রাণ। মঙ্গলবার (১৩ ই জুলাই ২০২১) সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে তাঁর মৃত্যু হয়।সদরুল কাদির শাওন জাতীয় দৈনিক ভোরের পাতা স্টাফ রিপোর্টার ও আলোর যাত্রা নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদনা করত।খুব অল্প সমায়ে যুগোপযোগী সংবাদ পরিবেশন করে সকলের প্রিয় হয়ে উঠেছিল।তাঁর এ অকাল মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক সমাজে শোকের ছাঁয়া নেমে এসেছে।গত ১২ দিন যাবৎ সে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।