সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি মো রিওন প্রামানিক জনি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মানুষদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানে কাজ করছে সেনাবাহিনীর চিকিৎসক দল।
রোববার (১১ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে সাদুল্লাপুর সরকারি কলেজ মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন।
এসময় মেজর এসএম তবিবুর রহমানের সার্বিক তত্বাবধায়নে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন (এএফ ডব্লিউ সি-পিএসসিজি), সিও লে. কর্নেল আশরাফুল হক (পিএসসিজি), মেজর রেজওয়ান (মেডিসিন বিশেষজ্ঞ), ক্যাপ্টেন মোসাদ্দেক (শিশুরোগ বিশেষজ্ঞ) ও ক্যাপ্টেন মৌতশী (গাইনি বিশেষজ্ঞ)।
এর মাধ্যমে ৪০০ রোগীকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।