সাধু আর চোর নিয়ে একটি সুন্দর কবিতা উপহার দিয়েছেন শ্রী উত্তম কুমার।
পিরোজপুর জেলা প্রতিনিধি
শেখর মজুমদার
————————
পুলিশ ঘুষখোর
বাকিরা সাধু সব।
মুখরোচক একথার
চারিদিকে চলে রব।।
ডাক্তারকে ভগবান
বলে তো জানে সবাই।
সেই ভগবান আজ দেখি
সুযোগে করে জবাই।।
শিক্ষক মহাগুরু
পিতার পরের স্থান।
সেও আজ কৌশলে
পাস ফেল করে দান।।
উকিল তো মহা সাধু
আদালতের কক্ষে।
সেই উকিলই কথা কয়
ধর্ষকের পক্ষে।।
সাংবাদিক হলো
সমাজের দর্পন।
সৎ এই পেশাজীবি
কোটিপতি মহাজন।।
ব্যাবসাকে স্রস্টা
করেছে জানি হালাল।
চুষসে ক্রেতাকে দেখ
সিন্ডিকেট দালাল ।।
সাধারন পিয়নের
আলিশান বাড়ি গাড়ী।
সাধারণ নেতারও আজ
টাকা কাঁড়ি কাঁড়ি।।
ভুলে গেছি সব পেশায়
সাধু আর আছে চোর।
তবু দিন শেষে একটাই
পুলিশ ঘুষখোর।।
Leave a Reply