বগুড়া জেলা প্রতিনিধিঃ
কৃষি যান্ত্রিকীকরণ খাতে আধুনিকায়নে ছোঁয়া লাগে দেশের অন্যতম বৃহৎ হাব বগুড়া থেকে। আর লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে বগুড়া রেলওয়ে মার্কেটের অবদানও অনস্বীকার্য। ২০১৩ সালে বগুড়া রেলওয়ে মার্কেটে ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠিত হয় তোতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অক্লান্ত পরিশ্রম, মেধা, পরিকল্পনা ও জনশক্তির সঠিক ব্যবহার ঘটিয়ে কারখানাটি সাফল্যের সহিত আজ ১০বছরে পদার্পন করেছে। সাফল্য আর সুনাম যেমন দেশের সর্বত্র ছড়িয়ে পরেছে তেমনি বেড়েছে তোতা ইঞ্জিনিয়ারিং এ প্রস্তুতকৃত পণ্যের চাহিদা। তাই পণ্য চাহিদা পূরণ ও দেশের পাশাপাশি দেশের বাহিরে পণ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কারখানাটি বর্ধিত করতে আধুনিক নতুন কারখানা শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ২ঘটিকায় বগুড়া-কাহালু সংযোগ সড়ক সংলগ্ন সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচড় উত্তর পাড়া এলাকায় তোতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উদ্বোধন করা হয়।
কারখানাটি উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন (সি.আই.পি)। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ তোতা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল-মারুফ, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বগুড়া। প্রধান অতিথি দেশপ্রেম জাগ্রতকরার মাধ্যমে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান। তিনি চতুর্থ শিল্প বিপ্লবে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে এগিয়ে নেয়ার জন্য উদ্যোক্তাদের কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল আল আজিজ, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। মোঃ মেহেদী হাসান, চেয়ারম্যান, ফাঁপোড় ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কারখানাটিকে মডেল ওয়ার্কশপ স্থাপনে সহায়তা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র প্রতিনিধিবৃন্দ, শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা সিসা-এমইএ এর প্রতিনিধিবৃন্দ, বগুড়ার বিভিন্ন ওয়ার্কশপ মালিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
Leave a Reply