আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, বাদশাহী হোটেলের কর্ণধার জনপ্রিয় ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন আহমেদ বাদশা কিছুক্ষন আগে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
আলহাজ্ব সিরাজ উদ্দীন আহমদ বাদশাহ চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ।
মরহুমের প্রথম -জানাজার নামাজ অদ্য বাদ জোহর-১টা৩০-মিনিটে মৌলভীবাজার কোর্ট জামে মসজিদ। -দ্বিতীয় - জানাজার নামাজ অদ্য বাদ আছর বিকাল-৫টা৩০-মিনিটে ভূকশিমইল শাহী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হয়।