সাবেক প্রেমিকার কারণেই সংসার ভাঙল বিল গেটসের? হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগোটা বিশ্বের সেলিব্রেটি দম্পতিদের অন্যতম বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিলের সঙ্গে ২৭ বছর আগে গাঁটছড়া বেধেছিলেন মেলিন্ডা। প্রায় তিন দশক এক ছাদের নিচে বাস করে বিচ্ছেদের পথে হাঁটলেন এই দুজন। বিল গেটস ও মেলিন্ডার সম্পর্কের শুরুটা ছিল পেশাভিত্তিক। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। এরপর দুজনের মধ্যে জানাশোনা শুরু হয়। এরপরের গল্প দুজনের সামনে এগিয়ে যাওয়া। শুরু হয় দুজনের চুটিয়ে প্রেম। এরপর প্রেম আরও গভীর হয়েছে। প্রেম শুরুর সাত বছর পর ১৯৯৪ সালে তারা এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নেন। ২৭ বছর সংসার করার পর গত ৩ মে সোমবার বিশ্বের সবচেয়ে ধনী এবং আলোচিত দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দেন। সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপেরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন মেলিন্ডা গেটস।
আলোচিত এ ঘটনা নিয়ে জোর চর্চা হচ্ছে নেট দুনিয়ায়। একে একে বেরিয়ে আসছে নানা জানা-অজানা তথ্য।
এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিল গেটস স্ত্রী মেলিন্ডার সাথে চুক্তি করে প্রতিবছর সাবেক প্রেমিকার সাথে দীর্ঘ ছুটি কাটাতেন। এ তথ্য উঠে এল বহুল আলোচিত বিচ্ছেদের খবরের পর।
জানা গেছে, ১৯৮০ এর দশকে অ্যান উইনব্লাড নামের ওই প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন বিল গেটস। এরপর ১৯৮৭ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। ওই বছর মেলিন্ডার সাথে পরিচয় হয় বিল গেটসের। যদিও অ্যান উইনব্লাড বিয়ের জন্য অনেক বেশি আগ্রহী থাকলেও ওই সময় মাইক্রোসফটের পেছনে দিনরাত সময় ব্যয় করতেন। এর পরও ওই জুটি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখে। এমনকি ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস তা স্বীকার করেন।
তিনি জানান, ‘আমি যখন মেলিন্ডাকে বিয়ে করার কথা ভাবি, তখন অ্যানের কাছ থেকে আগে অনুমতি নিই।’ পরে মেলিন্ডার সঙ্গে বিয়ের পরও প্রতিবছর ছুটিতে অ্যানের সাথে দীর্ঘ সময় কাটাতেন বিল।
Leave a Reply