মোসাঃশারমিন আক্তার জামাল পুর জেলা প্রতিনিধি, শেখ মুজিবের আর্দশে কোথাও নেই যে মানুষে মানুষে ভেদাভেদ করা।তার উক্তি তার আর্দশ হলো ধর্ম যার যার রাষ্ট্র সবার।তাও আজ কেন এত উত্থান পতন,কেন এত মানুষের মধ্যে উচু নিচু পার্থক্য।জাতি ধর্ম নির্বিশেষে সবাই একই পতাকা তলে অবস্থানরত।কথায় আছে “হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক জাতি এক প্রাণ”।তবে এটা কি শুধুই কথারই কথা।তাই সম্রতি ধর্ম অবমাননার জিগির তুলে এক শ্রেণির সাম্প্রদায়িক গোষ্ঠী পার্বতীপুর,মুরাদনগর ও দেশের বিভিন্ন স্থানে হিন্দু এলাকায় আক্রমন, অগ্নি সংযোগ,লুটপাট,নারী নির্যাতন,ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি,ধর্মপ্রাণ শহীদুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা,সামাজিক যোগাযোগ ও সভা সমাবেশে কুটুক্তির প্রতিবাদে জামালপুরস্থ দয়ময়ী মোড়ে হিন্দু সম্প্রদায়ের গণ অবস্থান।
Leave a Reply