সারেংকাঠি ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্বরূপকাঠি।
(পিরোজপুর) প্রতিনিধি :
স্বরূপকাঠির সারেংকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শেখ আব্দুর রহিম (আবির) এর বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গৃহহীনদের ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়া, বিভিন্ন জনকে টিউবওয়েল দেওয়ার আশ্বাস দিয়ে টাকা গ্রহণ ও দরিদ্রদের ভাতা দেওয়ার নামে উৎকোচ গ্রহণসহ সীমাহীন অভিযোগ তার বিরুদ্ধে। সংখ্যালঘু অধ্যুষিত করফা ঠাকুরবাড়ি এলাকায় আবির একটি সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ নিয়ন্ত্রণ করায় তার কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানের বিশ্বস্ত ক্যাডার আবিরের অপকর্মের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। সরজমিনে জানা গেছে, শেখ আব্দুর রহিম আবির ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর গত পাঁচবছরে দরিদ্রদের ভাতা প্রদানে ঘুষ গ্রহণ, উন্নয়ন কাজ না করে টাকা অত্মসাৎ, সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার কথা বলে অগ্রিম ঘুস নিয়ে দরিদ্রদের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আবিরের বিরুদ্ধে। দরিদ্র গনেশ মণ্ডল ও মালতি রানিকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে বিশ হাজার টাকা ঘুস নিয়েছেন বলে অভিযোগ করেন ওই দম্পত্তি। মালতি অভিযোগ করেন, ইউপি সদস্য আবিরের বিশ্বস্ত সহচর সুদেব সিংহ তার কাছ থেকে একটি ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছে। এছাড়াও একই গ্রামের কবির নামে এক দরিদ্রকে ঘর দেওয়ার কথা বলে আবির পাঁচহাজার টাকা নিয়ে ঘর দেয়নি। এমনকি কবিরের টাকা ফেরতও দেয়নি । ...