হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধঃ
নিইউইয়র্কে ফুড ডেলিভারি দিতে গিয়ে দুবৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেছে সালাহ উদ্দিন বাবলু (৪৫) নামের এক বাংলাদেশী ডেলিভারিম্যানের। ১৫ অক্টোবর শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির ব্যাস্ততম ম্যানহাটন ডাউনটাউনের ক্রিস্টি ও হেস্টার অবস্থিত পার্কের কাছে এই ঘটনা ঘটে। দ্রুত তাঁকে উদ্ধার করে বেলভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। এনিয়ে চলতি বছরে দুবৃত্তের হাতে ও দ্রুতগামী কারের চাপায় তিনজনের মৃত্যু ঘটে।
তাঁর মৃত্যুর খবরে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। নিহত বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদোনা ইউনিয়নের হাঁটগাঁও গ্রামে। তাঁর পিতার নাম ফাজিল মিয়া। তিনি দুই সন্তানের জনক। দুইবছর পূর্বে তিনি সোনালী ভবিষ্যৎ গড়তে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রুকলিনের কোর্টেলইউ রোডস্থ বাঙলাদেশ মুসলিম সেন্টারে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের জন্য মরদেহ নিয়ে আসা হলে পরিচিত-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। কমিউনিটি নেতৃবৃন্দসহ শোকর্ত মুসুল্লীরা শেষবারের মতো কফিনে বাবলুর চেহারা দেখেন, যাদের অনেকের সাথেই তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। পরদিন বুধবার এমিরেটস্ এর ফ্লাইটে তাঁর মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়।
জানাজার পূর্বে কমিউনিটির পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে সেক্রেটারি জাহিদ মিন্টু ও পরিবারের পক্ষ থেকে নিহত সালাহ উদ্দিন বাবলুর মামা খোরশেদ আলম মুসুল্লীদের উদ্দেশ্যে বক্তব্যে সবার কাছে দোয়া কামনা করেন।
নিহত সালাহ উদ্দিন বাবলুর শ্যালক আহসান সুমন জানান, ফুড ডেলিভারির সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে বাবলুর কাছ থেকে বাইক, মোবাইলসহ সর্বস্ব কেড়ে নেয়। মুমুর্ষু অবস্থায় তাঁকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। তবে; বাবলুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।খবর বাপসনিউজ।
গত ২৩ আগস্ট ফুড ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে ব্রুকলিনের ফাউন্টেন এভিনিউ এবং সি-ভিউ স্ট্রিটের ক্রসিংয়ে তারেক আজিজ (২৬) নামের এক বাংলাদেশীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ২৭ অগাস্ট শুক্রবার তিনি মারা যান। নিহত তারেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে।
এর আগে গত ৮ জুলাই ম্যানহাটনের ডাউনটাউনের ব্যাস্ততম ইস্ট হিউস্টন ও ক্লিন্টন স্ট্রিটের ক্রসিংয়ে দ্রুতগামী কারের ধাক্কায় নিহত হন বাইকার বরকত উল্যাহ মুন্না (২৩)। তাঁর বাড়ি ছিলো নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের নবগ্রাম গ্রামে।