মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা :-
৭নং সিংচাপইড় ইউনিয়নের আইডিয়াল কিন্ডারগার্টেনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য আইডিয়াল কিন্ডারগার্টেন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল, বৃহস্পতিবার সুর্য উদয়ের সাথে সাথে অএ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় র্যালী,জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ শীর্ষক আলোচনা সভা,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ গ্রহণ ইত্যাদি।
সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি অএ বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সম্মানিত সভাপতি জনাব ডাঃমঈন উদ্দিনের সভাপতিত্বে, পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যেমে একটানা বিকেল ৩ টা পর্যন্ত চলে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,উনুষ্টানের প্রধান অতিথি জনাব,সারওয়ার হোসেন (সুজন) সাবেক প্রধান শিক্ষক। একতা উচ্চ বিদ্যালয় ও সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের সম্মানিত চেয়ারম্যান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগৎজোতি ভৌমিক,প্রধান শিক্ষক জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়।আরো বক্তব্য রাখেন,অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন দেব।এমদাদুল ইসলাম লিলু।শুয়াইবুর রহমান।অএ বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সাধারণ সম্পাদক জনাব,শাহজাহান। সাবেক সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব,আব্দুর রহমান।সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন। আবুল বশর।অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা,লায়লা বেগম,সামিয়া বেগম,ও ফাতেমা বেগম।প্রমুখ
পরে বিদ্যালয়ের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের ২য় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে বিজয়ীরা হলেন১/বিষয়ঃ-গোল কিক(ফুটবল)১ম হয়েছে,মোঃ খান।ও ২য় হয়েছে,মাহমুদুল ইসলাম মাহিন।৩য় হয়েছে,মাহদী হাসান মাহী।২/পাতিল ভাংগায়,১ম হয়েছে তাহমিদ হোসেন।২য় হয়েছে, সাজিদ আহমেদ সাইফ।৩য় হয়েছে,খাদিজা জান্নাত বুশরা।৩/বাস্কেটবল,১ম হয়েছে,প্রিতম মালাকার।২য় হয়েছে,ইমদাদুল ইসলাম। ৩য় হয়েছে,মাহমুদুল ইসলাম শাহিন।৪ /পাতিল ভাংগা ১ম,হয়েছে মারিয়া বেগম।২য়,হয়েছে, নাইমুল ইসলাম নাইম।৩য়,হয়েছে, রাহি ইসলাম। ৫/নেতার আদেশ বিষয়ে ১ম হয়েছে, বিলাল হোসেন। ২য় হয়েছে, সৈয়দ ইহসান আহমেদ। ৩য় হয়েছে, মিনহা জাহান লাকি।৬/স্মৃতি পরিক্ষার বিষয়ে ১ম হয়েছে, আরমান হোসেন মাহি।২য় হয়েছে বুশরা বেগম আখি।৩য় হয়েছে ছাইম হোসেন। এছাড়াও বিশেষ পুরস্কার হিসাবে দেয়া হয়, তাব্বাসুম আহসান তাবীহা,মাজহারুল ইসলাম, তাওহীদা বেগম ও তাইফা জান্নাত নিপা।।এতে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাএছাএীদের অভিভাবক গন।। পরে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।মোনাজাত পরিচালনা করেন, সিংচাপইড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম,মাওলানা আহমদ হোসাইন সাহেব।।