সামাউন আলী, সিংড়া (নাটোর)সংবাদদাতাঃ
নাটোরের সিংড়া পৌরসভার উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত এবং উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ডিসেম্বর) সকাল সাড়ে নয় ঘটিকায় পৌর কনফারেন্স হলরুমে বিশ্ব ব্যাংক ও স্থানীয় সরকার সহযোগিতায় যৌথভাবে এ মতবিনিময় সভা শুরু হয়।
উক্ত সভায় পৌর মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর সচিব আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, গোলই আফরোজ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, প্রফেসর রাজেন্দ্র প্রসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, কাউন্সিলর জালাল উদ্দীন, প্যানেল মেয়র সন্জয় কুমার সরকার সহ আরো অনেকে।