সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
সাজিদুল(করিম),নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার ইটালী গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে কৃষক নায়েব আলী (৫০) নিহত।
সে একই ইউনিয়নের দেওগাছা গ্রামের আফাজ ওরফে লাদু মোল্লার পুত্র।
মঙ্গলবার রাত ৮.৪৫ মিনিটে ইটালী বাজারের আগে ব্রীজে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইটালী বাজারের নিকটে একটি মাদ্রাসার পাশে দুদিন আগে একটি ট্রাক উল্টে যায়। আজ রাতে ট্রাকটি অপর একটি ট্রাক তুলে নিয়ে যাবার পথে ব্রীজের নিকট পৌছলে রশি ছিড়ে ট্রাকটি মটর সাইকেল আরোহী নায়েব আলীকে চাপা দেয়। ঘটনাস্থলে তাঁর মূত্যু ঘটে।
ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম জানান, ঠিকাদার খোকন মির্জা নামে একজন ঐ রাস্তার কাজ পায়। রাস্তাটি দীর্ঘদিন থেকে কাজ না হওয়ায় ছোটখাট ঘটনা ঘটে আসছে। আজ বড় ধরনের ঘটনা ঘটলো। এজন্য তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে দোষারোপ করেন