সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় গত ১৪ মাসে মোট করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার৭শত ৭১ জনের। এতে শনাক্ত হয়েছে ৪শত ৮৭ জন এবং মৃত হয়েছে ৫ জন। গত ২৮ এপ্রিল ২০২০ইং তারিখে প্রথম সিংড়া উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত করা হয় এবং এর মধ্যে মৃত হয় ১ জনের। গত বছরের ২৮ এপ্রিল থেকে চলতি মাসের ৬ জুলাই ২০২১ পর্যন্ত ১৪ মাসের নমুনা পরীক্ষা,শনাক্ত ও মৃত্যুুর তথ্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায় গত জুন মাস থেকে এই উপজেলায় করোনা আক্রান্তের হার বেড়ে গেছে। বর্তমান শনাক্তের হার প্রায় ৫০% থেকে ৭০%। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়,মহিলা ও পুরুষ ওর্য়াডে সাধারণ রোগীর ভর্তির সংখ্যা খুবই কম। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওর্য়াডে ৪ থেকে ৫জন এবং পুরুষ ওর্য়াডে ৩ থেকে ৪ জন রোগী ভর্তি আছেন। রোগীরা জানায় গ্রামের অনেক মানুষ করোনার আতংকেই ছোট খাট রোগের চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেনা এই জন্য ভর্তির সংখ্যাও কমে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আমিনুল ইসলাম বলেন,আমাদের এখানে অক্সিজেনের সুব্যবস্থা আছে। বর্তমান ৮ জন করোনা রোগী ভর্তি আছেন। তাদের খাবার ও প্রয়োনীয় ঔষধ সহ র্সাবক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত আছে। নমুনা পরীক্ষার জন্য আর রাজশাহী নাটোর যেতে হচ্ছেনা এখানেই নমুনা পরীক্ষার ১ থেকে ২ দিনের মধ্যেই রেজাল্ট দিতে পারছি। তবে করোনা রোগীর বাড়ির লোকজন স্বাস্থ্য বিধি না মানায় ওই বাড়ির লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আমরা সবাইকে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।