সামাউন আলী, সিংড়া(নাটোর) সংবাদদাতাঃ-
নাটোরের সিংড়ায় শুক্রবার ভোর থেকে সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যৌথ অভিযানে উপজেলার চকলংকা ও চামারী এলাকা থেকে ১৫ টি বক উদ্ধার করা হয়েছে। এসময় পরিবেশ কর্মী ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়।
চকলংকা বিলে স্থানীয় ইউপি সদস্য আরিফ আহমেদ ও পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক এর নেতৃত্বে ৫ টি পাখি অবমুক্ত করা হয়। চামারী এলাকায় অভিযানে আরো ১০টি বক উদ্ধার করা হয়।
পরে ১০ টি বক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট এম এম সামিরুল ইসলামের সহযোগিতায় উপজেলা চত্ত্বরে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী এডভোকেট সাইদুর রহমান সৈকত, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সহ সভাপতি খলিল, সাংগঠনিক সম্পাদক রবিন খান, দপ্তর সম্পাদক ও পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক।
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ সৈকত বলেন, চলনবিল এলাকা পাখিদের অবাধ চরন ভূমি। কিন্তু কিছু পাখি শিকারীরা পাখি মারছে। এদের কে প্রতিহত করতে পরিবেশ কর্মীরা সজাগ রয়েছে।