আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রুপান্তর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে গ্রাম এখন শহর হবে। কিন্তুু সেই জায়গায় আমাদের কুলাউড়া সহ দেশের বিভিন্ন অঞ্চল এ বিদ্যুৎ এর রয়েছে না না দুর্নীতি আর গ্রাহক হয়রানি। কুলাউড়ার সাধারন জনগণ চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ২০-৩০ মিনিট পর পর বার বার লোডশেডিং হচ্ছে। এই গরমের দিনে বিদ্যুৎ এর লোডশেডিং এর জন্য সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন । গরম এবং বিদ্যুৎ এর লোডশেডিং সব মিলিয়ে খোবে এ ফেটেছেন সাধারন মানুষ। তাই কুলাউড়া প্রসাশন ও কুলাউড়া PDB এর প্রধান প্রকৌশলীর দৃষ্টিগোচর হওয়া জরুরী। এই রকম পরিস্থিতি হলে এতে সরকার এর উন্নয়ন এর কোনো নাম গন্ধ ও থাকবে না। সাধারণ মানুষ সরকার ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের নানা অকথ্য ভাষায় গালাগালি করতেছেন। তাই এই বিষয়ে নজর দেওয়া জরুরী। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে অনেক মানুষ ঘরে অবস্হান করছেন। এই গরমে লোডশেডিং এর ফলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
বিদ্যুৎ সমস্যা ও এর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি নিয়ে লেখালেখি কম হয় নি। কিন্তু পরিস্থিতির তেমন কোন উন্নতি হয় নি। এ সংকটের পেছনে বিদ্যুৎ সংশ্লিষ্ট সংস্থাটির এক শ্রেণির কর্মকর্তাদের চরম দুর্নীতির ব্যাপারও কম দায়ী নয়। বিদ্যুতের অভাবে যেখানে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেখানে এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কোনভাবে মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের সময় এসে গেছে।
অনতিবিলম্বে ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যা থেকে কুলাউড়া বাসিকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সচেতনমহল।
Leave a Reply