সিলেটের জৈন্তাপুরে বাবা আওয়ামী লীগ নেতা বিধায় সন্তান কে মক্তবে যেতে নিষেধ।
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ঘটলো এক ন্যাক্কারজনক ঘটনা, গত ২৮ মার্চ রোজ বুধবার ছিলো হেফাজতে ইসলামের ডাকে সারাদেশে সকাল সন্ধা হরতাল।
ঐ দিন জৈন্তাপুর উত্তর মাহুত হাটি মসজিদের ইমাম হেফাজত নেতা ফারুক আহমেদ কয়েকজন এলাকার ছোট ছোট বাচ্চাদের পিকেটিং যাওয়ার নির্দেশ দেয়, এর মধ্যে জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ বদরুলের ছোট্ট ৫ বছরে বাচ্চা কে অন্য বাচ্চারা পিকেটিং যাওয়ার জন্য হুজুরের নির্দেশনার কথা বলে বাবার কাছে পিকেটিং এ যাওয়ার অনুমতি চাইতে গেলে বাবা ক্ষিপ্ত হন।
এবং হাসান মোঃ বদরুল মসজিদের হুজুর কে জিজ্ঞাসা করেন কেনো ছোট ছোট বাচ্চাদের পিকেটিং যাওয়ার নির্দেশ দেওয়া হলো,, তখন মসজিদের ইমাম ফারুক বিভিন্ন যুক্তি তর্ক এবং ইমানী দ্বায়িত্ব বলে বুঝাতে চান।
তর্ক বিতর্ক পরে মসজিদের ইমাম মহল্লার ময়মুরুব্বিদের ডেকে শালিশ বৈঠক করেন এবং ইমামের পক্ষে বেশিরভাগ মানুষ অবস্থান নেন জান্নাত লাভের আশায়। অদ্য ২৯ ই মার্চ সকাল বেলা হাসান মোহাম্মদ বদরুলের বাচ্চা মক্তবে গেলে।
মসজিদের ইমাম তাহাকে মসজিদে ডুকতে বাধা দেয়,, তখন অন্য বাচ্চারা প্রশ্ন করলে হুজুর কে,, হুজুরের সাফ কথা কোন আওয়ামী লীগ নেতা বা কর্মীর সন্তানদের তিনি মক্তবে পড়াতে পারবেন না।
এ বিষয়টি নিয়ে জৈন্তাপুরে তোলপাড় চলছে একটি মসজিদের ইমাম হয়ে তাহার এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী সহ স্হানীয়রা বিকালের একটি বৈঠক শেষে ইমাম কে মসজিদ থেকে বিদায় করতে প্রস্তাবনা এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে মসজিদের ইমাম ফারুক আহমেদ কে কল দিলে উনি ফোন রিসিভ করেন নাই।।