সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে ৬ জুলাই রাত হতে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী নিখোঁজ হন। ৭ জুলাই বিকেল ৩টায় শিশুরা হেমু হাউদপাড়া গ্রামের স্থানীয় এক পুকুরে মহিলার লাশ পুকুরে ভাসতে দেখন। এলাকা বাসী পুলিশকে খবর দিলে জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত ওমর ফারুক, এসআই কাজী শাহেদ ও আতিকুর রহমান রাসেল সহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী সুনাবান বেগম (৬৫)।
একটি সূত্র জানিয়েছে, গত রমজান মাসে সুনাবান বিবি হাওরে ছাগল চরাতে গেলে একটি চক্র জোর পূর্বক তাকে তুলে নিয়ে যায়। তিন দিন হাওরে আটক রেখে থাকে পাশ্ববিক নির্যাতন করে মর্মে জৈন্তাপুর মডেল থানায় তিনি একটি অভিযোগ দায়ের করে ছিলেন ।
নাম প্রকাশ না করার শর্তে এক অনেকেই জানান, থানায় অভিযোগের পর হতে মামলা তুলে নেওয়ার জন্য বৃদ্ধা কে নানা রকম হুমকী দেয়া হয়েছিল বলে জানিয়ে ছিলেন এই মহিলা । এদিকে মামলা আপোষ নিষ্পতি করার জন্য হেমু হাউদপাড়া গ্রামের গ্রাম্য সালিশ ব্যক্তিরা ২দিন পূর্বে বিবাদীর নিকট হতে বড় অংকের টাকা নিয়ে মামলা নিষ্পত্তি করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগির আহমদ জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ২মাস পূর্বে জৈন্তাপুর মডেল থানায় তিনি একটি ধর্ষণ মামলা করেছিলেন।