সিলেট ব্যুরো
সিলেটের বালুচর এলাকার এশিয়ান টিভির ক্যামেরাম্যান বদরুর রহমান বাবরসহ ১০ চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। দৈনিক তরুণ কণ্ঠের সিলেট প্রতিনিধি জাকির হোসেন সুমন বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে গত রোববার এ জিডি করেন। জিডিতে তিনি বিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত মামলা ও জিডির ভিত্তিতে নিউজ করার কারণে বিবাদীরা তাকে হত্যা, অপহরণ ও লাশ গুম করার হুমকি দিচ্ছে বলে উল্লেখ করেন। শাহপরাণ (র.) থানা পুলিশ বিবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানাযায়।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন,আমি দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার সিলেট প্রতিনিধি ও দৈনিক ভোরের ধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাংবাদিক সংগঠন গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৃহত্তর জৈন্তা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক।
বিবাদীগণ সংঘবদ্ধ অপরাধীচক্র। তাদের বিরুদ্ধে সৈয়দা কবিরুন্নেসা, মোহন আহমদ ও মিনারা চৌধুরী বাদী হয়ে শাহপরাণ (র.) থানায় সাধারণ ডায়রী ও মামলা দায়ের করে। আমি তাদের বক্তব্য ও থানায় দায়েরকৃত সাধারণ ডায়রী ও মামলার এজাহার অনুসারে পত্রিকায় নিউজ করি। নিউজের সূত্রধরে বিবাদীরা আমাকে বিভিন্ন সময় প্রাণে হত্যার হুমকি দেয়। গত ২৬/০৯/২০২১ ইং উপরোক্ত বিবাদীরা আমার বাসা শাহী ঈদগাহ থেকে উপশহর আসার পথে বালুচর এমসি কলেজ হোস্টেলের গেটের (আনুমানিক ১০০ গজ দূরে) সামনে আসামাত্র আমার মোটর সাইকেল থামায়। তারা আমাকে কিলঘুষি মারে ও আমি কেন নিউজ করি তা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা যেকোন সময় আমাকে অপহরণ করে হত্যা করবে বলে ভয় দেখায়। ইহা ছাড়াও আমার লাশ গোম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। বিবাদীদের ভয়ে আমি নিরাপত্তা হীনতায় ভোগছি। যেকোন সময় তারা আমার বড় ধরনের অঘটন ঘটাবে বলে আমার মনে হচ্ছে।
সাধারণ ডায়রীতে বাবরসহ আরো ৯ জনের নাম উল্লেখ করেন। তারা হলেন, ২. মো: রায়হান হোসেন মান্না, পিতা: হান্নান মিয়া, মাতা- সমিরুন বেগম, সাং- আঠগাও কেওয়া, থানা-শাহপরান (র.), ৩. নাদিম আহমদ, পিতা - মৃত মো. সামছুল ইসলাম মাতা-সুফিয়া খানম, সাং- বাসা নং- ১৩৮, আল ইসলাহ আ/এ, উত্তর বালুচর, থানা-শাহপরান (র.), ৪. মো. শাহান আহমদ চৌধুরী, পিতা মৃত- ইন্তাজুর রহমান চৌধুরী, মাতা- জাহেদা বেগম চৌধুরী, সাং- বাসা নং- ৫৮/২, আরামবাগ আ/এ, থানা-শাহপরান (র.), ৫. ইকবাল হোসেন, পিতা- মনির উদ্দিন মাতা- নেহারুননেছা সাং-আলিনগর, পো; ইসলামপুর, থানা : জালালাবাদ, ৬. আবুল হোসেন (ক্রাইম আবুল, গোয়াইনঘাটি) পিতা : মিছির আলী সাং কালকান্দি,থানা - গোয়াইনঘাট ৭। কামাল মিয়া, পিতা-মনির আজি, সাং-বংশিদর,খাদিমপাড়া, থানা-শাহপরান(র.), ৮। এম এ রশিদ, পিতা-সোনা মিয়া সাং-চারাবই, চারখাই,থানা-বিয়ানীবাজার, ৯। আশরাফুল ইসলাম খান সুহেল ও ১০। আব্দুল হামিদ রুমেল।
জাকির হোসেন সুমন বলেন,বিবাদীরা সংঘবদ্ধ অপরাধীচক্র। তারা সাংবাদিকতার নাম ভাংগিয়ে সিলেটে দীর্ঘদিন থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। বালুচর এলাকাবাসীকে তারা জিম্মি করে রাখছে। মানুষ তাদের ভয়ে মুখ খুলতে পারে না। তাদের অপরাধী কার্যকলাপের বিরুদ্ধে বালুচরবাসী মানববন্ধন করেছে বিভিন্ন সময়। বালুচরবাসীর অভিযোগ, বাবর সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে এই এলাকার অপরাধীদের প্রশয় দিয়ে অপরাধের নিয়ন্ত্রণ করছে। সে বালুচর এলাকার অপরাধীদের গডফাদার হিসেবে এলাকায় চিহ্নিত।