জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের অধিনে জেলার গরীব, অসহায়, দুস্থ রোগীরা ১ কোটি ৩৪ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। জেলার ১৩টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনে নাগরিক পেয়েছেন এই আর্থিক সহায়তা।
সমাজসেবা অধিদফতর প্রতি জেলায় বছরে চার বার গরীব-অসহায় রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবার দু’কিস্তি মিলিয়ে এক সঙ্গে জেলায় ২৬৮ জনকে এই সহায়তা দেওয়া হয়।
সিলেট জেলা সমাজসেবা অফিস সূত্র জানিয়েছে, জেলার ২৬৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১ কোটি ৩৪ লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া।
ক্যান্সার, কিডনী, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজি, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীরা এই আর্থিক সহায়তা পান। সিলেট সিটি কর্পোরেশনে ৩২ জন রোগী পেয়েছেন এই সহায়তা। উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ১৯, দক্ষিণ সুরমায় ৩০ জন, গোলাপগঞ্জে ৩৮ জন, বিয়ানীবাজারে ১৪ জন, জকিগঞ্জে ২১ জন, কানাইঘাটে ১৪ জন,গোয়াইনঘাটে ১৫ জন, বিশ্বনাথে ৩৫ জন, বালাগঞ্জে ৮ জন, ওসমানীনগরে ৮ জন,ফেঞ্চুগঞ্জে ১০ জন, জৈন্তাপুরে ১৬ জন ও কোম্পানীগঞ্জের ৮ জন রোগী এই সহায়তা পেয়েছেন।
জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ জানিয়েছেন, জেলার অসুস্থ, গরীব রোগীরা নির্ধারিত ফরমে আবেদন করে এই আর্থিক সহায়তা পেতে পারেন।
তিনি বলেন,অনেক গরীব রোগী আছেন, যাদের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে সহায়তায় সমাজসেবা বদ্ধপরিকর। সরাসরি এককালীন আর্থিক সহায়তা ছাড়াও গরীব রোগীরা হাসপাতাল সমজাসেবা কার্যালয় থেকে আর্থিক সহায়তা পান।