জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেট বিভাগে চব্বিশ ঘন্টায় করোনা শনাক্তের হার ৭ শতাংশের নিচে নেমে এসেছে। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭ জন। আর মারা গেছেন মাত্র ১ জন।
শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রতিবেদন থেকে জানা যায়,গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে ১০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৭ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া যায়। সংক্রমণের হার ৬.৩৮ ভাগ।
নতুন রোগীদের মধ্যে এমসি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০ জন। সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা রোগী মিলেছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা হলো ৫৩ হাজার ৮২৪ জন। এর মধ্যে এমসি ওসমানী হাসপাতালে ৪৬৮৬ জনসহ সিলেটে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৩৭ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬১৮৯ জন, মৌলভীবাজারের ৭৯৪০ জন ও হবিগঞ্জের ৬৫৫৮ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনায় মৃত্যু হয়েছে সিলেট জেলার একজনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা এখন ১১২২ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৩১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এদিকে,করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন আরো ১২০ জন। তাদের নিয়ে সুস্থতার সংখ্যা ৪৬ হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।
Leave a Reply