সিলেটে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক ১।
সিলেট ব্যুরো:
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯।
শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে বারোটায় কোম্পানীগঞ্জ থানাধীন পুরানবালুচর এলাকা থেকে ১৬৫ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আওয়াল(২১) সিলেটের কোম্পানীগঞ্জ থানার কালীবাড়ি এলাকার মোঃ নুরুল ইসলামের পুত্র।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আওয়াল(২১)এর বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ মুখপাত্র এএসপি ওবাইন।