সিলেটে স্বাস্থ্যবিধি মেনে ২২ দিন পর চললো বাস, যাত্রী সংকট
সিলেট ব্যুরো:
টানা ২২ দিন পর স্বাস্থ্যবিধি মেনে সিলেট জেলার অভ্যন্তরে গণপরিবহণ চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে সিলেট জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে এসব গনপরিবহণ চলাচল শুরু করে। তবে এতদিন গনপরিবহন বন্ধের নামে কেবল বাস ছাড়া বাকি সকল পরিবহন চলাচল করলেও আজ প্রথম দিন বাস চলাচল শুরু হতেই দেখা দিয়েছে যাত্রী সংকট।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহনের স্বার্থে এসব বাস গাড়ি চলাচল শুরু করলেও যাত্রী খুব কম দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে অনেকটা ফাঁকা অবস্থায়ই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। নির্ধারিত সময় পর পর বাস ছাড়লেও কোন গাড়িতেই হচ্ছে না আশানুরূপ যাত্রী।
তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহণ চলাচল শুরু হলেও চ আল হেলপার অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। ব্যবহার করছেন না মাস্ক। এমনকি যাত্রীদের অনেকের মুখেও মাস্ক দেখা যায়নি। আর যাদের মুখে মাস্ক আছে তাদের অধিকাংশই থুতনিতে পড়ে আছেন।
আর সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বলেন, যাত্রী কম থাকায় অনেকেই বাস বন্ধ করে দিয়েছেন। আর দ্বিগুণ বাড়া হওয়াতে যাত্রীরা বাসে উঠতে চাচ্ছেন না। স্বাস্থ্যবিধি মেনে যাতে বাস চলাচল করে সেজন্য বাসের চালক ও হেলপারদের প্রতি আমাদের কঠোর নির্দেশনা রয়েছে।
এদিকে স্বাস্থ্যবিধি না মানার কারণ জানতে চাইলে বাসের হোসেন নামের একজন বলেন, মাস্ক পরলে শ্বাস নিতে একটু সমস্যা হয়। তাই মাঝে মাঝে নামিয়ে রাখি।
তবে সব সময় ব্যবহার করি। বাস রাস্তায় নিয়ে নামার আগে পুরো বাসের সিটে জীবাণুনাশক স্প্রে করেছি। পাশাপাশি দুই সিটের একটিতে যাত্রী নিয়ে অন্যটি ফাঁকা রেখে বাস চালানো হচ্ছে। কেউ দাঁড়িয়ে যাচ্ছেন না। যাত্রীদের মাস্ক না থাকলে বাসে যাতায়াত করতে দিচ্ছি না।
জানা যায়, গত ৩১ মার্চ থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয় গণপরিবহন চলাচল। এরপর বিধি-নিষেধের কারণে গত ৫ ও ৬ এপ্রিল বন্ধ থাকে গণপরিবহন চলাচল। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার তীব্র সমালোচনার মুখে ৭ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারও গণপরিবহন চলাচল শুরু হয়। এরপর ১৪ এপ্রিল থেকে জারি করা কঠোর নিষেধাজ্ঞার কারণে ৫ মে পর্যন্ত বন্ধ ছিল গণপরিবহন চলাচল।
Leave a Reply