1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সিলেট করোনায় আরও ১ জনের মৃত্যু -সনাক্ত ৯৭। - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
ad

সিলেট করোনায় আরও ১ জনের মৃত্যু -সনাক্ত ৯৭।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৩২ Time View

সিলেট করোনায় আরও ১ জনের মৃত্যু -সনাক্ত ৯৭।

স্টাফ রিপোর্টার এমএ রহিম সিলেটঃ
সিলেট জেলা ও বিভাগে থামছে না করোনায় ভয়বহতা সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ জন।

আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯৭ জন। যার মধ্যে ৬৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬ জন। শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৪ জন, হবিগঞ্জের ২৯ জন, মৌলভীবাজারে ৫ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৯৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮৪৫ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২০৪ জন।

এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪০৬ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৬ জন। এরমধ্যে সিলেটের ৪২ জন, হবিগঞ্জের ২৯ জন, মৌলভীবাজারে ৫ জন।

এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬৫৪ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৮ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১ জন মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৫ জনে।

এরমধ্যে সিলেট জেলার ৩০৯ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি