সিলেট তরমুজের বাজার নিয়ন্ত্রণে করতে গিয়ে অবশেষে অভিযান
রহিম উদ্দিন সিলেট জেলা প্রতিনিধি:
অবশেষে সিলেট তরমুজের বাজার নিয়ন্ত্রণ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার সিলেটের ফলের প্রধান আড়ৎ দক্ষিণ সুরমার কদমতলির ৪টি দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯। এসময় তরমুজের মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি, তরমুজের ক্রয় মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকায় ৪ দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে তরমুজ প্রতি ৩০০ টাকা লাভ করার দায়ে চেইন শপ স্বপ্ন উপশহর শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রচন্ড গরম ও রোজা মাসে সিলেটে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় মাত্র ১০-১২ দিনের ব্যবধানে ব্যবসায়ীরা এই ফলের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। এ নিয়ে গত সোমবার রাতে সিলেটভিউ২৪ডটকমে সিলেটে তরমুজের বাজারে ‘আগুন’, নেই তদারকি এমন শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের মাত্র ২ দিনের মাথায় সিলেটে সংশ্লিষ্টরা অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, আজ সকালে জাতীয় ভোক্তা অধিদফতর সিলেট বিভাগীয় অফিস ও র্যাতব-৯ এর উদ্যোগে উপশহরে অবস্থিত স্বপ্ননের একটি আউটলেটে অভিযান পরিচালনা করে। সেখানে প্রতিকেজি তরমুজ ৬৮ টাকা ধরে বিক্রি করা হচ্ছিল। এ হিসেবে একটি বড় তরমুজের মূল্য দাড়ায় ৬০০ টাকা। অথচ তাদের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, কেজি হিসেবে নয় আড়ৎ থেকে তারা তরমুজটি ক্রয় করেছে প্রতি পিছ হিসেবে। যেখানে ওই ৬০০ টাকা মূল্যের তরমুজটির ক্রয়মূল্য হয় সর্বোচ্চ ৩০০ টাকা। একটি তরমুজে প্রায় ৩০০ টাকা করে মুনাফা এবং পিস দরে কিনে কেজিদরে বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করে অভিযানকারী দল।
একই দিনে সিলেটের প্রধান ফলের আড়ৎ কদমতলি ফল বাজারেও অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি, তরমুজের ক্রয় মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং ক্রয় রশিদ সরবরাহ করতে না পারার অপরাধে ৪টি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিনা ফলের আড়ৎকে ২ হাজার , মোজাম্মেল ফলের আড়ৎকে ৪ হাজার, সুলতান এন্টারপ্রাইজকে ৪ হাজার এবং মের্সাস মা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
Leave a Reply