সিলেট নগরীর খাসদবীর ১০ টি ভারতীয় গরু সহ আটক ৪ জন।
নাঈম আহমেদ সদর প্রতিনিধিঃ
সিলেট মহানগরীর খাসদবীর এলাকা থেকে চোরাইপথে আসা ১০টি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই সাথে চোরাই কাজে ব্যবহৃত ২টি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
গতকাল (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই (নি.) পলাশ চন্দ্র দাশ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করে।
আটক চারজন হলো- গোয়াইনঘাট উপজেলার তুরুকবাগ (তোয়াকুল) গ্রামের নাসির উদ্দিনের ছেলে কয়েজ আহমেদ (২৬), জাঙ্গাইল (তোয়াকুল) গ্রামের মনু মিয়ার ছেলে রুহুল আমিন (১৮), একই গ্রামের আহম্মদ আলীর ছেলে রাজু মিয়া (১৮) ও তুরুকবাগ (তোয়াকুল) গ্রামের শফিকুর রহমানের ছেলে এনামুল হক (১৮)।
তারা চারজনই ২টি পিকআপের চালক ও হেলপার।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়- আটকের সময় পালিয়ে যাওয়া আব্দুল হান্নান (৪৫) এবং হাজী বাবুল (৫০) দ্বয়ের সহায়তায় তারা দীর্ঘদিন যাবত সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু এনে সিলেটসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রয় করে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।