মোঃ জাকারিয়া।
সুনামগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের পুত্র হৃদয় আহমদ (১৬), আঙ্গুর মিয়ার পুত্র লায়েক মিয়া (১৭) ও শফিক মিয়ার পুত্র জামিল আহমদ (১৭)। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও এলাকায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করেছে জয়কলস হাইওয়ে পুলিশ । প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলযোগে ৬ আরোহী দক্ষিণ সুনামগঞ্জের দামোদরতপি পূজা মন্ডপে যাচ্ছিলেন। তারা শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী জালালাবাদ বাস সার্ভিসের একটি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ আরোহীর মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের ৩ আরোহী খাদে পড়ে গুরুতর আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কে একটি ট্রাক দাঁড়িয়ে থাকার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। জাউয়াবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্ঘটনায় মৃত্যুবরণকারী ৩ পরিবারকে সান্তনা দিতে তাদের বাড়িতে যান ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও ইউপি সদস্য আব্দুর রহিম। এসময় নিহত ৩ জনের দাফন কাপনের জন্য ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ৩ পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করেছেন।।