সিলেট-৪ সাবেক সংসদ সদস্য সেলিম সাহেবের মৃত্যুতে মাসুম আজিজ এর শোক প্রকাশ
রহিম উদ্দিন সিলেট জেলা প্রতিনিধি::
সিলেট-৪ (জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং,
সাবেক সংসদ সদস্য জননেতা জনাব দিলদার হোসেন সেলিম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাসুম আজিজ ।
এক শোকবার্তায় তিনি বলেন,মরহুম দিলদার হোসেন সেলিম এমপি ছিলেন বৃহত্তর জৈন্তা গোয়াইনঘাট ও কম্পানীগঞ্জের মানুষের হৃদয়ের মধ্যমণি
সাধারণ জনগণের আস্থা বাজন ব্যক্তি এবং উন্নয়নের রূপকার।
কখনোই অন্যায় কে প্রশ্রয় দিতেন না এলাকার সর্বস্তরের মানুষকে বিপদে-আপদে কাছে টেনে নিতেন।
সিলেট-৪ আসনের মা ও মাটির জন্য তাঁর শ্রম ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সকল আন্দোলনে ছিল তার অগ্রগামী ভূমিকা।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
একজন রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে তিনি সিলেট বাসীর হৃদয়ের মনিকোঠায় চির স্মরণীয় হয়ে থাকবেন।
তাঁর মৃত্যুতে সিলেট-৪ হারিয়েছে এক মহান নেতা
তার মৃত্যুতে রাজনীতির অঙ্গনে যে অভাব দেখা দেবে তা কখনোই পূরণ হবার নয়।
পরে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।