ডেস্ক রিপোর্টঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকার চোরাচালান বন্ধ করতে আন্তর্জাতিক জিরো লাইন থেকে ১৫০গজ দুরে দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন ৪৮ ব্যাটলিয়ন সংগ্রাম ক্যাম্প বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ ২৯/১২/২০২১ বুধবার সকাল ১১ঘটিকায় সরেজমিন উপস্থিত হয়ে এ নির্দেশ প্রদান করেন ৪৮ ব্যাটলিয়ন ক্যাম্প কমান্ডার ইউনুছ আহমেদ ও ভিআইপি লোকমান আহমেদ।
ইউনুছ আহমেদ জানান, আন্তর্জাতিক সীমান্ত এলাকার ১৫০জগের ভিতরে কোন প্রকার দোকানপাট করার নিয়ম নেই, সীমন্ত এলাকার চোরাচালান বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, এইসব দোকানপাট জিরো লাইনে থাকলে আমাদের হাত থেকে অনেক সময় স্মাগলারেরা সহজেই নিজেদের মালামাল লুকিয়ে নিতে পারে।
কাজেই আমাদের উর্ধতন কর্মকর্তাদ্বয়ের আদেশ ও রাষ্ট্রীয় আইনের ধারা,অধ্যায়,অনুচ্ছেদ বিবরণী মোতাবেক ১৫০গজের ভিতরে কোন প্রকার দোকানপাট হবেনা।
অতএব, মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান ২৪ঘন্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply