হাছান মিয়া, দিরাই উপজেলা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে এক জেলে ও বিশ্বম্ভপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে বালিপাথর সংগ্রহের সময় বজ্রপাতে দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সলুকাবাদ ইউনিয়নের ঝিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার পুত্র সেলিম মিয়া (২৭), মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার পুত্র জয়নাল মিয়া (৩৬) এবং দিরাই উপজেলার আব্দুল মালিক (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে বালি সংগ্রহের সময় বজ্রপাতে দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। দিরাই উপজেলার হাতনি বিল হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মালিক নামের একজেলের মৃত্যু হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নদীতে কাজ করার সময় দুই শ্রমিক আকস্মিক বজ্রাঘাতে মারা যায়।
এদিকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদীর হোসেন জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে এক জেলে মারা যান। তাদের মৃত্যুর খবর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
Leave a Reply