সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষন চেষ্টার অভিযোগে আটক ২
সোহেল মিয়াঃ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষন চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করে সুনামগঞ্জ আদালতে পাঠিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা- যায়, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল খালেক এর মেয়ে সুমিনা বেগম(১৭) কে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টা ও সহায়তার অভিযোগে।
দোয়ারাবাজার থানার মামলা নং ১৪ তারিখ ২২-৬-২০২১ এসআই সাইদুল হাওলাদার সঙ্গিয় ফোর্স নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের- আব্দুল আলী’র পুত্র মোঃ শামীম মিয়া(২২) ও রঙ্গারচর ইউনিয়নের বক্তারগাঁও গ্রামের- তুফান দাস এর পুত্র – আজয় দাস(২৩) কে আটক করে।
এব্যাপারে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী /২০০৩/এর ৯(১) (৪) এর (খ) ৩০
ধারায় মামলা রুজু করে অভিযোগের প্রেক্ষিতে আসামীদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply